Site icon Jamuna Television

মার্কিন নির্বাচনে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশ স্বাগত জানাবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। ফাইল ছবি।

মার্কিন নির্বাচনে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশ স্বাগত জানাবে; জো বাইডেন জয়ী হলেও চলমান সম্পর্কে ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার দুপুরে, মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ট্রাম্প ২য় দফায় প্রেসিডেন্ট হলেও বাংলাদেশের কোনো সমস্যা হবে না। কারণ তিনি অন্য দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামান না।

এসময় মহানবী (সা.) অবমাননা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে। দেশে যারা আন্দোলন করছেন তারা সেটা শান্তিপূর্ণভাবে করবেন, সেটাই চায় সরকার। কারো মত প্রকাশে বাধা দেয়া হবে না।

Exit mobile version