Site icon Jamuna Television

মেইল ভোট গণনা শেষ হলেই ব্যবধান স্পষ্ট হবে: বাইডেন

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার গভীর রাতে জানান, সুইং স্টেটগুলোর মেইল ইন ভোট গণণা শেষ হলেই এগিয়ে যাবেন তিনি। সমর্থকদের ধৈর্য্য ও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাইডেন।

সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন সবাইকে স্থির থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা এখন পর্যন্ত সঠিক পথেই আছি। মেইল ইন ভোট কাউন্ট হলে ভোটের ব্যবধান স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, আমি বা ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত দিতে পারি না কে হোয়াইট হাউজে যাবেন। বরং আমেরিকার জনগণ এই সিদ্ধান্ত নেবেন।



Exit mobile version