Site icon Jamuna Television

মার্কিন নির্বাচন: চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক দিন!

এবারের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোটের চূড়ান্ত ফলাফল পেতে কয়েকদিন বিলম্ব হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার প্রচুর সংখ্যক মেইল ইন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হওয়ায় তা পৌছানো পর্যন্ত আটকে থাকতে পারে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা।

কিন্তু সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী দুই প্রার্থীই নিজেকে বিজয়ী বলে দাবি করছেন। সেই সাথে ভোট গণনা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুমকি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবারের নির্বাচনে ১০ কোটি ভোটার তাদের আগাম ভোট প্রয়োগ করেছেন। আর এইসব আগাম ভোটের হিসেবে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যদিও এখনো এইসব ভোটের ফলাফল স্পষ্ট করেনি দেশটির রাজ্য নির্বাচন পরিষদ।

এসব হিসেবের পরও দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচতি হতে হলে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের অন্তত ২৭০ ইলেক্টোরাল ভোট পেতে হবে একজন প্রার্থীকে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এইসব ইলেক্টোরাল ভোটের মধ্যে ২১৩ ভোট পেয়েছেন ট্রাম্প ও ২২৪ ভোটে পেয়েছেন বাইডেন।

Exit mobile version