Site icon Jamuna Television

ফেনীতে ১০ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার

ফেনীতে ১০ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার

ফেনী প্রতিনিধি :

ফেনীর সামাজিক বন বিভাগের টহলদল আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপালে অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠবোঝাই দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে। এই সময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য দশ লাখ টাকা।

ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মো. মাকসুদ আলম জানান, কাঠভর্তি কাভার্ডভ্যানে করে কাঠ পাচারের সময় খবর পেয়ে ফেনী বন বিভাগের টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের নেতৃত্বে টহলদল ফেনীর মহীপালে অভিযান চালায়।

এসময় কাভার্ডভ্যান দুটিকে সিগনাল দিলে চালক-হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তারা কাঠসহ কাভার্ডভ্যান জব্দ করে বন বিভাগে নিয়ে যায়। আটককৃত কাভার্ডভ্যানটিতে প্রায় পাঁচ’শ ঘনফুট কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লখ টাকা।

Exit mobile version