Site icon Jamuna Television

কলাপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতির হাতের কবজি কর্তন

কলাপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতির হাতের কবজি কর্তন

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. জুয়েল প্যাদার (৩৪) হাতের কব্জি কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার রাত ৮টার দিকে টিয়াখালীর পূর্ব রজপাড়া হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে অতর্কিতভাবে জুয়েলের ওপর হামলা চালায় প্রতিপক্ষ বশির চকিদার, শিপন চকিদার ও সোহেল হাওলাদারসহ বেশ কয়েকজন। কেটে দেয়া হয় জুয়েলের হাতের কব্জি।

তাৎক্ষনিক ভাবে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জুয়েল প্যাদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেছেন। জুয়েল কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি।

Exit mobile version