Site icon Jamuna Television

পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগানে মামলা দায়ের করেছেন ট্রাম্প

ভোটগণনা ও ফলপ্রকাশ ইস্যুতে বুধবার পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগানে মামলা দায়ের করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ রাজ্যগুলোতে জিতলেই আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের টিকিট নিশ্চিত হবে তার।

নেভাদা, পেনসিলভানিয়া, জর্জিয়াসহ ৬ রাজ্যে ঝুলে আছে দুই প্রার্থীর ভাগ্য। জানা গেছে, ৩ নভেম্বর ভোট হয়ে গেলেও সুইং স্টেট পেনসিলভানিয়ার আরও তিনদিন মেইল-ইন ভোট গ্রহণের সিদ্ধান্তকেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে পারেন ট্রাম্প। একইসাথে ফল ঘোষণা হয়ে গেলেও উইসকনসিনেও ভোট পুনঃগণনার আবেদন করা হবে বলে জানিয়েছে তার প্রচারণা শিবির।

এবারের নির্বাচনে আগাম ভোট পড়েছে রেকর্ড সাড়ে ১০ কোটি। এর মধ্যে বিপুল পরিমাণ ভোট ডাকে আসায় তা যাচাই এবং গণনায় লাগছে বাড়তি সময়। প্রতিটি ভোট গণনার দাবিতে বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক, ডেট্রয়েট, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন শহরে।

Exit mobile version