Site icon Jamuna Television

ইস্তানবুল বাসাকসেহির কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের এক রাত দেখলো ফুটবল বিশ্ব। ইস্তানবুল বাসাকসেহির ২-১ গোলে হারিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে। নেইমার, এমবাপ্পে বিহীন পিএসজিকেও একই ব্যবধানে হারিয়েছে আরবি লাইপজিগ। তবে ঠিকই জয় তুলে নিয়েছে বার্সেলোনা, য়্যুভেন্টাস ও চেলসি।

অ্যাওয়ে ম্যাচে শুরুতেই ইস্তানবুল বাসাকসেহিরের কাছে গোল খায় ম্যানইউ। ১৩ মিনিটে ডেম্বা-বা লিড এনে দেন তুরস্কের ক্লাবটিকে। ৪০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাসাকসেহির। এবার এডিন ভিসকা ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের ৮৯ মিনিটে ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে একটি গোল শোধ দেন অ্যান্থনি মার্শিয়াল।

Exit mobile version