Site icon Jamuna Television

বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে ১ হাজার তম জয় পেলেন রাফায়েল নাদাল

বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে ১ হাজার তম জয় পেলেন রাফায়েল নাদাল। প্যারিস মাস্টার্সে ফেলেসিয়ানো লোপেজকে হারিয়ে এই কির্তি গড়েন নাদাল।

প্যারিসে প্রথম সেটে রেকর্ড গড়ার ম্যাচে প্রথম সেটে ফেলেসিয়ানো লোপেজের কাছে ৬-৪ গেমে হেরে যান নাদাল। তবে পরের দুই সেটে ৭-৬ ও ৬-৪ গেমের জয়ে ম্যাচটা নিজেরে করে নেন এই স্প্যানিয়ার্ড। ২০টি গ্রান্ড স্ল্যামের জয়ী এই টেনিস তারকা যোগ দিলেন এক হাজার ম্যাচ জয়ীদের ক্লাবে।

টেনিস ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক ১২৭৪টি ম্যাচ জিতেছেন যুক্তরাষ্ট্রের জিমি কনর্স। রজার ফেদেরার জিতেছেন ১২৪২টি আর ইভান লেন্ডল জিতেছেন ১০৬৮টি ম্যাচ।

Exit mobile version