Site icon Jamuna Television

বিতর্কিত ‘কাফালা’ পদ্ধতি বাতিল করলো সৌদি আরব

অবশেষে প্রবাসী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিতর্কিত ‘কাফালা’ পদ্ধতি বাতিল করলো সৌদি আরব। বুধবার, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

আগামী বছরের ১৪ মার্চ থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। এরফলে, সরাসরি মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে ছোট প্রতিষ্ঠানগুলোয় শ্রমিক নিয়োগের কার্যক্রম। অবশ্য, আইনটি শুধু বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, গৃহকর্মী ও গাড়ি চালক নিয়োগের বিষয়টি আলাদাভাবে চিন্তা করছে মন্ত্রণালয়। খুব শিগগিরই গৃহস্থালী কর্মকাণ্ডে যুক্ত থাকার ব্যাপারেও আসবে সরকারি ঘোষণা। মূলতঃ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকরা ‘কাফালা বা স্পন্সরশিপে’র মাধ্যমে প্রবাসীদের কাজের ভিসা ও অস্থায়ী বসবাসের অনুমতি দিতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভিসাদাতারা শ্রমিকদের ওপর নানা শোষণ-নির্যাতন চালায়। আর এই কারণেই এই প্রথা বাতিল করা হলো।

Exit mobile version