Site icon Jamuna Television

সিরিয়ায় সরকারি বিমান হামলায় শিশুসহ নিহত কমপক্ষে ৭

সিরিয়ায় সরকারি বিমান হামলায় শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে ৭ জনের। বুধবারের ঐ হামলায় আরও ১৭ জন গুরুতর আহত।

পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে; ইদলিব ছাড়াও আশেপাশের দুটি শহরে চালানো হয় অভিযান। উদ্ধারকর্মী দল- হোয়াইট হেলমেটসের দাবি, আরিহা ও কেফরায়া দুটি শহরেই ছিলো শিশু মৃত্যুর ঘটনা।

সাপ্তাহিক হাট-বাজার চলার সময়ই ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়- এমনটা অভিযোগ বেসামরিক সিরীয়দের। এরফলে, তুরস্ক-রাশিয়ার মধ্যস্থতায় চলা দীর্ঘ ৮ মাসের অস্ত্রবিরতি লঙ্ঘিত হলো।

Exit mobile version