Site icon Jamuna Television

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে জরুরি অবস্থা জারি করলো সরকার

পূর্ব আফ্রিকার দেশ-ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে জরুরি অবস্থা জারি করলো সরকার। বুধবার, নোবেলজয়ী প্রধানমন্ত্রী দেন এই ঘোষণা।

অ্যাবি আহমেদের অভিযোগ, সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। একইসাথে, লুটপাটের চেষ্টা করছে সমরাস্ত্র। এরজন্য, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট-‘কে দায়ী করছে সরকার।

সম্প্রতি হওয়া নির্বাচনে দলটি পরাজিত হওয়ায়, ছড়িয়েছে সহিংসতা। গেলো রোববারও, অঞ্চলটিতে হামলা-পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধ-শতাধিক মানুষ। সংখ্যাটি বাড়তে পারে এমন শঙ্কা। কারণ, সংঘাতপূর্ণ অঞ্চলটিতে উদ্ধারকর্মীরা যেতে না পারায়; উদ্ধার করা যাচ্ছে না অনেক হতাহতকে। জানা যাচ্ছে না প্রকৃত সংখ্যাও।

Exit mobile version