Site icon Jamuna Television

এশিয়া- ইউরোপ- আমেরিকার পুঁজিবাজারে মিশ্রপ্রবণতা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনও মেলেনি। পরিস্থিতি পর্যেবক্ষণ করছেন আন্তির্জাতিক বিনিয়োগকারীরা। এশিয়া- ইউরোপ- আমেরিকার পুঁজিবাজারে মিশ্রপ্রবণতা দেখা যাচ্ছে।

ইউরোপীয় শেয়ারবাজারে দিনের শুরুটা নিম্নমুখী হলেও পরে তা ঊর্ধ্বমুখী হয়। এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল দিনের শুরুতে, ‘ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল’ সূচকে উল্মফন দেখা দেয়। উর্ধ্বমুখি প্রবণতায় ছিলো ‘ন্যাসডাক কম্পোজিট’ সূচকও। টানা দুই দিন দাম কমার পর ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার।

গতকাল লন্ডনের বেঞ্চমার্ক এফটিএসই-১০০ সূচক বেড়েছে সামান্য। যদিও ডলারের বিপরীতে পাউন্ডের দর পড়েছে। চীনা মুদ্রা ইউয়ানের দর পড়েছে প্রায় দেড় শতাংশ। ইউরোজোনের ফ্রাংকফুর্ট শেয়ারের দর সামান্য বেড়েছে। তবে হংকংয়ের পুঁজিবাজারে সূচক কিছুটা কমেছে। সিউল, মুম্বাই, ওয়েলিংটন ও ব্যাংকক শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হলেও সিডনি ও জাকার্তায় দর পড়েছে।

Exit mobile version