Site icon Jamuna Television

করোনার প্রভাবে ঝুঁকির মধ্যে ১ কোটিরও বেশি কর্মসংস্থান: সিপিডি

করোনার প্রভাবে ১ কোটিরও বেশি কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়েছে। এই পরিস্থিতি উত্তরণে, শিল্প ও সেবা খাতে আরও বেশি প্রণোদনার প্রয়োজন। বৃহস্পতিবার সকালে সিপিডি-অক্সফাম আয়েজিত সংলাপে এই তথ্য তুলে ধরেন সিপিডির সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।

সিপিডির গবেষণা বলছে, করোনায় বিরূপ প্রভাব পড়েছে জীবন ও জীবিকায়। যারা কাজ হারিয়েছে, তাদের নতুন করে কর্মক্ষেত্রে নিয়ে আসাটা বেশ চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে নীতি ও কাঠামোগত সহায়তা দরকার। যাতে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হতে পারে। সীমিত পরিসরে চলা সেবা ও শিল্প খাতে ঘুরে দাড়াতে কার্যকর প্রণোদনার ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দিয়েছে, সিপিডি।

সংস্থাটির অভিযোগ, প্রান্তিক উদ্যোক্তাদের জন্যে প্রণোদনা প্যাকেজে তেমন সুবিধা নেই। এমনকি এসএমই উদ্যোক্তারাও আশানুরূপ সহায়তা পাচ্ছেন না।

Exit mobile version