Site icon Jamuna Television

আজ স্থাপন হয়নি, আগামীকাল বসছে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান

আজ স্থাপন হয়নি, আগামীকাল বসছে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

আগামীকাল মাওয়া প্রান্তে বসবে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান। যদিও আজ সকাল থেকেই স্প্যান স্থাপনের পরিকল্পনা ছিল সেতু কর্তৃপক্ষের।

সেজন্য সকাল দশটার পরে ভাসমান ক্রেনে করে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে আসা হয়। ২ ও ৩ নং পিলারে স্প্যানটি স্থাপন করার পরিকল্পনা ছিল। কিন্তু দুইদিন সময় নিয়ে স্প্যান স্থাপনের পরিকল্পনা থাকায় আজ আর সেটি স্থাপন করা হয়নি।

বৃহস্পতিবার দুপুরের পর কর্মযজ্ঞে ইস্তফা টানে প্রকৌশলীরা। সেতু কর্তৃপক্ষ জানায় আগামীকাল সকালেই স্প্যানটি স্থাপন করা হবে। এরমধ্য দিয়ে সেতুর ৫.৪ কিলোমিটার দৃশ্যমান হবে। পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।

এর আগে ৩১ অক্টোবর সেতুর ৩৫তম স্প্যান বসানো হয়। নভেম্বর মাসে ৪টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

Exit mobile version