Site icon Jamuna Television

মালয়েশিয়া থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ ‘আইস’ নামের ব্যয়বহুল মাদকদ্রব্য’সহ ৬ জন আটক

মালয়েশিয়া থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ ‘আইস’ নামের ব্যয়বহুল মাদকদ্রব্য’সহ ৬ জনকে আটক করেছে গোয়েন্দা বিভাগ। দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বুধবার (৪ নভেম্বর) রাতে গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে চন্দন নামে একজনকে আটক করা হয়। পরে, তার দেয়া তথ্য মতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইস জব্দ করা হয়। এবং এই মাদক বিক্রি ও গ্রহণের জন্য ৫ জনকে আটক করে।

সংবাদ সম্মেলনে ডিবি জানায়, এই চক্রের মূল ডিলার চন্দন রায়। প্রবাসী আত্মীয়ের মাধ্যমে দেশে এনে খুচরা বিক্রেতাদের মাধ্যমে উচ্চবিত্তদের কাছে বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম এসেছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Exit mobile version