Site icon Jamuna Television

পাবনায় ১৭ কেজি গাঁজাসহ আটক ২

পাবনায় ১৭ কেজি গাঁজাসহ আটক ২

পাবনা প্রতিনিধি:

পাবনায় ১৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে সদরের লস্করপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কুরুষা ফেরুষা গ্রামের মৃত চন্দ্র কান্তি রায়ের ছেলে করুনা রায় (২২) এবং একই জেলার রাজারহাট থানার বানেশ্বর ছিনাই গ্রামের ভরত চন্দ্র রায়ের ছেলে কনক রায় (২৩)।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।

Exit mobile version