Site icon Jamuna Television

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় যুবক নিহত

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আবদুস শুক্কুর (৩০) নামের এক স্থানীয় বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস শুক্কুর ওই এলাকার আবুল বশরের ছেলে।

নিহত আবদুস শুক্কুরের চাচা আবুল হাসেম জানান, সকালে কিছু বুঝে ওঠার আগেই শালবাগান (২৬ নং) রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে জকির ডাকাদের নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী তাদের বাড়িতে ঢুকে আব্দুর শুক্কুরকে টেনে হেঁচড়ে বের করে। পরে তাকে তিনটি গুলি করে, রোহিঙ্গা ক্যাম্পের দিকে চলে যায়।

গুলিবিদ্ধ শুক্কুরকে প্রথমে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রে ও পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্য ও টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে টেকনাফ থানার পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তাৎক্ষনিক জানা যায়নি বলে জানান তিনি।

এদিকে, ১৬ এবিপিএন অধিনায়ক পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহে উক্ত যুবককে হত্যা করা হয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে ডাকাত জকির বাহিনীর দলনেতা জকির, ধলু হোসেন, মিজানসহ ৮/১০জন অংশ নেয় বলে জানান তিনি।

Exit mobile version