Site icon Jamuna Television

নেপাল সেরাটা দিতে মুখিয়ে আছে: বাল গোপাল মহারাজ

দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নেপাল ফুটবল দল। যেখানে জয়ের জন্য সেরাটা দিতে মুখিয়ে নেপাল, জানিয়েছেন দলটির হেড কোচ বাল গোপাল মহারাজ। তবে আগামী ৭২ ঘণ্টা হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে নেপালকে।

দুই প্রীতি ম্যাচের জন্য ২৫ ফুটবলার আর ১১ কোচিং স্টাফ নিয়ে ঢাকা পৌঁছেছে নেপাল দল। শেষ মুহূর্তে দলের ৬ ফুটবলার করোনা পজেটিভ হওয়ার পরেও এমন দল নিয়ে আত্মবিশ্বাসী নেপালি হেড কোচ বাল গোপাল মহারাজ।

চাটার্ড বিমানে ঢাকায় আসা দলের সদস্যদের কাছ থেকে করোনা টেস্টের জন্য বিমানবন্দরেই নেওয়া হয়েছে নমুনা। ফল না পাওয়া পর্যন্ত ৭২ ঘণ্টা হোটেলেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

বাল গোপাল মহারাজ জানান, ছেলেরা তাদের সেরা পারফরম্যান্সের জন্য প্রস্তুত রয়েছে। এই ম্যাচে শুধু জয়ের জন্য নয় একই সাথে রেংকিংয়ে ভালো করার তাগিদ নিয়েই মাঠে নামবে তারা।

Exit mobile version