Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনের ৩ দিন পরও অনিশ্চিত ফলাফল

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনের ৩ দিন পরও অনিশ্চিত ফলাফল

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনের ৩ দিন পরও অনিশ্চিত ফলাফল। ভোট গণনা এবং ফল প্রকাশকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। এখনও স্পষ্ট নয়, কে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

সার্বিক ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থীর পালেই জয়ের হাওয়া। সবশেষ তথ্য অনুসারে, এখনো ৫টি রাজ্যের ওপর নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের ভাগ্য। যার মাঝে, জর্জিয়ার গণনা প্রায় শেষের দিকে। রিপাবলিকান প্রার্থী এগিয়ে থাকলেও; দু’জনের মধ্যে ব্যবধান মাত্র শূন্য দশমিক এক শতাংশ।

নেভাদা ও অ্যারিজোনা রাজ্যেও বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে জো বাইডেন। কিন্তু, রাজ্যদুটিতে জালিয়াতি এবং ব্যালটচুরির অভিযোগে মামলা দায়ের করেছে রিপাবলিকান শিবির। অভিযোগ- নির্ধারিত সময়ের পর গ্রহণ করা হয়েছে ডাকযোগে আসা ব্যালট।

এদিকে, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়াতে ভোট গণনায় এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেসব জায়গায়, ফল প্রকাশ ত্বরান্বিত করার দাবিতে চলছে বিক্ষোভ-সমাবেশ।

Exit mobile version