Site icon Jamuna Television

করোনা: বিশ্বে প্রথমবার একদিনে রেকর্ড ৬ লাখের বেশি সংক্রমণ

করোনা: বিশ্বে প্রথমবার একদিনে রেকর্ড ৬ লাখের বেশি সংক্রমণ

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড ৬ লাখের ওপর সংক্রমণ শনাক্ত দেখলো, বিশ্ব। মোট আক্রান্ত ৪ কোটি ৯০ লাখের বেশি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ১২ লাখ ৩৯ হাজারের কাছাকাছি প্রাণহানি। ২৪ ঘণ্টায়ও সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেলেন কোভিড নাইনটিনে। দৈনিক মৃত্যু আর সংক্রমণ শনাক্তে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে বৃহস্পতিবারও মারা গেছেন ১১শ’র বেশি মানুষ, রেকর্ড সোয়া লাখের ওপর শনাক্ত।

এরপরই ৬৭৫ জনের মৃত্যু দেখলো ভারত; দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ২৫ হাজার ছাড়ালো। অবশ্য, সংক্রমণ শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ফ্রান্স; দেশটিতে একদিনে চিহ্নিত হলো ৫৯ হাজারের মতো রোগী। অন্যান্য ইউরোপের দেশগুলোতেও দৈনিক সংক্রমণ শনাক্ত ২০ থেকে ৪০ হাজারের মধ্যে, একইসাথে বাড়ছে মৃত্যুহারও।

Exit mobile version