Site icon Jamuna Television

পদ্মাসেতুতে ৩৬তম স্প্যান বসানো হলো আজ

পদ্মাসেতুতে ৩৬তম স্প্যান বসানো হলো আজ

মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ৩৬ তম স্প্যান । এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুটির ৫.৪ কিলোমিটার ।

স্প্যানটি ২ ও ৩ নম্বর পিলারে স্থাপন করা হয়েছে। গতকাল ৩৬ তম স্প্যানটি স্থাপন করার পরিকল্পনা ছিল। কিন্তু দুইদিন সময় নিয়ে স্প্যান স্থাপনের পরিকল্পনা থাকায় সেটি আর স্থাপন করা হয়নি।

এর আগে গত ৩১ অক্টোবর পদ্মা সেতুর ৩৫ নম্বর স্প্যান বসানো হয়।

এদিকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি বহন করে ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা দেয়। বেলা ১২টার দিকে কাঙ্ক্ষিত পিলারের কাছে পৌঁছে ৩ হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি। নদী তীরবর্তী পথে কোথাও কোথাও পর্যাপ্ত গভীরতা না থাকায় বেশি সময় লেগেছে গন্তব্যে পৌঁছাতে।

Exit mobile version