Site icon Jamuna Television

জর্জিয়ায় ট্রাম্পকে পেছনে ফেলে ১০৯৬ ভোটে এগিয়ে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ১০৯৬ ভোটে এগিয়ে গেলেন জো বাইডেন।

সার্বিক ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পালেই জয়ের মৃদু হাওয়া। সবশেষ তথ্য অনুসারে, এখনো ৫ রাজ্যে ঝুলছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের ভাগ্য।

যার মধ্যে পেনসিলভানিয়াতে ট্রাম্প জয়ের পথে এগিয়ে থাকলেও; সময়ের সাথে কমছে প্রতিপক্ষের সাথে ব্যবধান। অবশ্য নর্থ ক্যারোলাইনায় শক্ত অবস্থান ধরে রেখেছেন বর্তমান প্রেসিডেন্ট। এদিকে, নেভাদায় সাড়ে ১১ হাজার এবং অ্যারিজোনায় ৪৭ হাজারের বেশি ভোটের ব্যবধাণে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।

Exit mobile version