Site icon Jamuna Television

ভলিবল অঙ্গনের প্রিয়মুখ গোলাম রসুল মেহেদি আর নেই

গোলাম রসুল মেহেদি। সংগ্রহীত ছবি।

ভলিবল অঙ্গনের প্রিয় মুখ গোলাম রসুল মেহেদি মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় ও কোচ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

ভলিবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মেহেদী করোনায় আক্রান্ত হলে ২ নভেম্বর রাজধানীর এক হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার শারিরীক অবস্থার অবনতি হলে লাইফসাপোর্টে অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গোলাম রসুল মেহেদী ভারতের পাতিয়ালা ও জার্মানির লাইপজিগ থেকে ভলিবল প্রশিক্ষণের উপর উচ্চতর ডিগ্রীধারী গোলাম রসুল জাতীয় দল ছাড়াও দীর্ঘ সময় বাংলাদেশ নৌবাহিনী ও তিতাস ক্লাবের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Exit mobile version