Site icon Jamuna Television

ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে রাজধানী থেকে তরুণী গ্রেফতার

ইসরাত জাহান রেইলি।

ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার দারুসসালাম এলাকা হতে তাকে গ্রেফতার করে রাতে র‌্যাব-৪ এর সদস্যরা। র‍্যাব জানায়, সে নিজ নামে ৭টি ফেইসবুক আইডি, ২টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছে।

র‍্যাব আরও জানায়, তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খোলে, ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলো। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যাঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।

Exit mobile version