Site icon Jamuna Television

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন

জরুরি অবস্থার জারির পর এবার পূর্ব আফ্রিকার দেশ-ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ বলেন, অঞ্চলটিতে সহিংসতা নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ করেন, নির্বাচনে হেরে সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালাচ্ছে রাজ্য গভর্নর।

টাইগ্রে অঞ্চলটিতে গেলো কয়েক দিন ধরে চলা হামলা-পাল্টা হামলায় প্রাণ গেছে অর্ধ-শতাধিক মানুষ। তবে, কোন পর্যবেক্ষক সংস্থা বা সংগঠনকে অঞ্চলটিতে ঢুকতে না দেয়ার অভিযোগ রয়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রকৃত অবস্থা জেনে পদক্ষেপ নেয়া।

Exit mobile version