Site icon Jamuna Television

আটঘরিয়ায় ৭ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা

পাবনা প্রতিনিধি:

প্রথমে প্রেম পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ। ফলে ৭ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে। মামলার এজাহারে জানা গেছে, আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের আব্দুল খালেকের ছেলে মিরাজুল ইসলাম (২৪) বাড়ির পাশের জনৈক ব্যক্তির ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রথমে প্রেম এরপর বিয়ের প্রলোভন দিয়ে চলতি বছর ৩ মার্চ ধর্ষণ করে। এর পরেও তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ঘটনাটি জানাজানি হলে মিরাজুলকে বিয়ের প্রস্তাব দিলে সে অস্বীকার করে। এরপর গত ৪ নভেম্বর ঐ স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করা হলে তার গর্ভে ২৫ সপ্তাহের বাচ্চা দেখা যায় বলে চিকিৎসক জানান।

পরে ৬ নভেম্বর ঐ স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে মিরাজুল ইসলামের নামে আটঘরিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) (০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে আটঘরিয়া থানার এসআই শফিউল ইসলাম জানান, মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Exit mobile version