Site icon Jamuna Television

ট্রাম্পের সংবাদ সম্মেলনে ভুল তথ্য দেয়ার অভিযোগ, সম্প্রচার বন্ধ করে দিল গণমাধ্যমগুলো

ছবি: সিএনএন।

মিথ্যাচার এবং ভুল তথ্য পরিবেশনের অভিযোগে শুক্রবার লাইভ চলাকালে তার বক্তব্য প্রচার বন্ধ করে দেয় আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসি। এনিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অভিযোগ লাইভ চলাকালে ভোটার, বুথ এবং ভোট গ্রহণ নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করছিলেন তিনি। তার বক্তব্যের মাঝেই তা বন্ধ করে দেন সঞ্চালক শেফার্ড স্মিথ।

এ ঘটনায় দর্শকদের কাছে দু;খ প্রকাশ করে স্মিথ জানান, সাধারণ মানুষকে বিভ্রান্ত হতে পারে বিধায় এই সিদ্ধান্ত। এরআগে ট্রাম্পের একাধিক টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ।

Exit mobile version