Site icon Jamuna Television

গ্রীসে অটোমান শাসনের ২০০ বছর পর প্রথম মসজিদে জুমা আদায়

অটোমান শাসনের পতনের পর এই প্রথম গ্রীসের এথেন্সে প্রথম মসজিদে নামাজ পড়ার সুযোগ পেল গ্রীক মুসলিমরা। দীর্ঘ লড়াই শেষে গত সোমবার মাগরিবের নামাজের মধ্য দিয়ে গ্রীসে যাত্রা শুরু হয় অটোমান পরবর্তী প্রথম মসজিদের। খবর আল জাজিরা’র।

অটোমান সাম্রাজ্যের পতনের দুইশ বছর পর এই প্রথম স্থাপিত হওয়া মসজিদে আজ প্রথম জুমা’র নামাজ আদায় করেছে গ্রীক মুসুল্লিরা। সামাজিক দুরত্ব মেনে সেখানে নামাজ আদায় করেন মুসল্লিরা।

মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত ৪৯ বছর বয়সী গ্রীক নাগরিক জাকি মাহমুদ।

গ্রীসের ধর্ম বিষয়ক সচিব জর্জিয়াস ক্যালানন্টিস জানান, মসজিদটি সকলের কাছে গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার একটি বার্তা পৌছে দেবে।

১৯৭৯ সাল থেকেই স্থানীয় অর্থডক্স চার্চ মসজিদটি চালু করার বিরোধীতা করে আসছিল। সর্বশেষ ২০০৬ সালে সরকার মসজিদটি চালু করার অনুমতি দিলেও নানা আইনী জটিলতায় তা চালু করা হয়নি।

তুরস্ক দেশটিতে মুসলিমদের অধিকার নিয়ে আগে থেকেই সোচ্চার ভূমিকা পালন করছিল। যার জের ধরে দেশটির সাথে তুরস্কেন নানা বিবাদ লেগে আছে।

Exit mobile version