Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারগারে মো. শাহজাহান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজাহান ঢাকার মিরপুরের দক্ষিণ পাইকপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল জানান, শাহজাহান হৃদরোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে থেকে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন তিনি। শুক্রবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১০টার দিকে প্রথমে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১১টার দিকে তিনি মারা যান।

প্রসঙ্গত, শাহজাহান মিরপুর মডেল থানার মাদক মামলার আসামি এবং গ্রেপ্তারের পর ২০১৮ সালের মে তাকে এ কারাগারে পাঠানো হয়।

Exit mobile version