Site icon Jamuna Television

ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহের সময় চুয়াডাঙ্গায় তিনজন অগ্নিদগ্ধ

ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহের সময় চুয়াডাঙ্গা তিনজন অগ্নিদগ্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহের সময় চুয়াডাঙ্গায় দুই শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (০৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহয়ের ছেলে রহমতুল্লাহ (১১)।

স্থানীয়রা জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গার নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রান্স বিরোধী বিক্ষোভের আয়োজন করে সাধারণ মুসল্লিরা। সেখানে তিনটি গ্রামের কয়েকশ মুসল্লি অংশ নেয়। বিক্ষোভ শেষে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করা হয়।

এসময় পুত্তলিকার আগুনে দগ্ধ হয় মিলন, রাফি ও রহমতুল্লাহ। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের শরীরে অর্ধেকাংশ ঝলসে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

Exit mobile version