Site icon Jamuna Television

হন্ডুরাসের ঘূর্ণিঝড়ে মারা গেছে অর্ধ শতাধিক মানুষ

হন্ডুরাসের ঘূর্ণিঝড়ে মারা গেছে অর্ধ শতাধিক মানুষ

ঘূর্ণিঝড় ইটার প্রভাবে সবচে ক্ষতিগ্রস্ত হয়েছে হন্ডুরাস। ঝড়ের তাণ্ডবে শুরু হওয়া ভারি বৃষ্টিপাত এবং বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। মারা গেছে অর্ধ শতাধিক মানুষ।

ঝড়ের প্রভাব পড়েছে মধ্য আমেরিকার ক্যারিবিয়ানসহ উপকূলীয় অঞ্চলগুলোতে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার বলছে, ঘণ্টায় দেড়শ মাইল বেগে আঘাত হানা ঝড়টি গেলো কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় এটি। বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গুয়েতেমালার কয়েক লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারিভাবে দুর্গত এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তবে বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

Exit mobile version