Site icon Jamuna Television

তেলবাহী ওয়াগনের ৭টি বগি লাইনচ্যূত: মৌলভীবাজার-সিলেট রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় তেলবাহী ওয়াগনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে ৯৫১নং তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেল ষ্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, তেলবাহী ওয়াগনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। রেলের প্রকৌশলী টিম ঘটনাস্থলে পৌঁছে গেছেন। উদ্ধার হওয়ার আগ পযন্ত সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে।

Exit mobile version