Site icon Jamuna Television

দিনদুপুরে গুলি করে ডাকাতি: সাভারের বিরুলিয়ায় ৩ জন গ্রেফতার

সাভারের বিরুলিয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যরা।

শনিবার ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এসময়, ৫০ হাজার টাকা, ১টি প্রাইভেট কার, ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সাভারে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে ডাকাতি করে প্রায় ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলাবাহিনী। এরপরই শুরু হয় সাড়াশি অভিযান।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা আমিনবাজারে ইতালি প্রবাসীকে গুলি করে ডাকাতির ঘটনায় জড়িত ছিল। গত ২৮ অক্টোবর প্রবাসী আমানুল্লাহ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে গুলি করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ বিষয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে ডাকাতি মামলা করা হয়।

Exit mobile version