Site icon Jamuna Television

ভৈরবে ২৮০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে নাটাল মোড়ে একটি গাড়ি তল্লাশি করে ২৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় একটি প্রাইভেট কার আটক করা হয়। এই গাড়িতেই বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো মাদক। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শরীয়তপুর জেলার ভেদরগন্জ উপজেলার ছয়গাঁও গ্রামের কামাল শেখের ছেলে মো. মিজান (২৮)।

পুলিশ জানায়, মিজান গাড়িতে ফেনসিডিল বহন করে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল এলাকা থেকে ঢাকায় যাওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তার গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের শহরের নাটাল মোড়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version