Site icon Jamuna Television

সীমান্তে কল্পনাতীত শিক্ষা পেয়েছে চীন: ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ

লাদাখ সীমান্তে চীন এমন শিক্ষা পেয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। এই ঘটনার জন্য চীনের কারসাজিকে দায়ী করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় একচুল নড়াচড়াও মেনে নেবে না বলে জানান বিপিন রাওয়াত। খবর ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া’র।

শুক্রবার জেনারেল জানান, সীমান্তে ভারতীয় সেনারা এমনভাবে অবস্থান নিয়েছে যা ভেদ করে চীনের পক্ষে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিবর্তন সম্ভব নয়। এসময় তিনি পাকিস্তানকে সন্ত্রাসের কেন্দ্র দাবি করে বলেন, তারা কাশ্মির সীমান্তে ক্রমাগত ছায়াযুদ্ধ বাড়িয়ে চলছে।

বিপিন বলেন, কাশ্মিরে ৩৭০ ধারা বিলুপ্ত করতেই পাকিস্তান তার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে।

Exit mobile version