Site icon Jamuna Television

কক্সবাজারে শিশু শিল্পী জনি হত্যায় জড়িত সন্দেহে সিএনজি চালক গ্রেফতার

কক্সবাজারের ঈদগড়ের আলোচিত শিশু শিল্পী জনি দে রাজ হত্যায় জড়িত সন্দেহে সিএনজি চালক আমান উল্লাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭নভেম্বর) সকাল ৮টার দিকে ঈদগড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আমান উল্লাহ কক্সবাজার সদর উপজেলার বামবাগান পশ্চিম গজালিয়া গ্রামের ফরিদুল আলমের ছেলে।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোহাম্মদ আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘শিশু শিল্পী জনি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি ছিল সিএনজি চালক আমান উল্লাহ। কারণ, ওই হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল। তাকে আটকের পর শনিবার দুপুরে তাকে জনি দে রাজ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ১ অক্টোবর কক্সবাজারের কিশোর সংগীতশিল্পী জনি দে রাজ চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত জনি দে রাজ রামু উপজেলার ঈদগড়ের চরপাড়া এলাকার তপন দের ছেলে। এ সময় দুর্বৃত্তদের হামলায় সিনএনজি অটোরিকশায় থাকা আরও একজন যাত্রী নিহত হয়। এরপর থেকে ওই সিএনজি চালক পলাতক ছিল।

Exit mobile version