Site icon Jamuna Television

মিয়ানমারে সাধারণ নির্বাচন কাল, মোতায়েন করা হয়েছে সেনা সদস্য

মিয়ানমারে সাধারণ নির্বাচন কাল। এরইমধ্যে সবধরণের প্রস্তুতি শেষ করেছে দেশটি নির্বাচন কমিশন। নির্বাচনী সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ছোট-বড় ৯৩টি রাজনৈতিক দল। তবে আলোচনায় ক্ষমতাসীন এনএলডি এবং প্রধান বিরোধী দল ইউএসডিপি। বলা হচ্ছে, অর্ধ-শতকের মধ্যে দেশটির গণতান্ত্রিক সরকারের জন্য এটা বড় পরীক্ষা। গণমাধ্যমের পূর্বাভাস, আবারও সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসছেন অং সান সুচি।

তবে সংঘাতপ্রবণ রাখাইন-শান-কাচিন-মন ও বাগো এলাকায় বাতিল করা হয়েছে ভোটগ্রহণ। এতে, ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হচ্ছেন১৫ লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী।

Exit mobile version