Site icon Jamuna Television

‘উই ডিড ইট জো’: কামলা হ্যারিস

‘উই ডিড ইট, উই ডিড ইট জো। ইউ আর গোয়িং টু বি দ্যা নেক্সট প্রেসিডেন্ট অব দ্যা ইউনাইটেড স্টেটস’। নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর ফোন কলে ঠিক এই কথাগুলো বলেই অভিনন্দন জানাচ্ছিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রানিং মেট ও সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস।

আজ ফলাফল ঘোষণার পর এক টুইটে এই কথপোকথনের ভিডিও আপ করেন কমলা হ্যারিস। সেখানে তাকে খুব উচ্ছাসিত ভঙ্গিত বাইডেনের সাথে কথা বলতে দেখা যায়।

তার টুইট করা এই ভিডিও রিটুইট করেন বাইডেন।

আজ শনিবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। এখন পর্যন্ত ২৭৩টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। পেনসিলভানিয়ায় ২০টি ইলেক্টোরাল জিতে ২৭০টির কোটা পূরণ করেন বাইডেন। প্রচলিত নিয়মে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন দুই নেতা। জো বাইডেনের বিজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ নারী এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস।

Exit mobile version