
নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের খবর পাওয়ার পর কিছুক্ষণ আগে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে গলফ খেলতে গেছেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক টুইটে দেখা যায় নির্বাচনে বাইডেনের বিজয়ের সংবাদ আসার কিছুক্ষণ পূর্বে নিজের বহর নিয়ে গলফ ক্লাবে খেলতে যান ট্রাম্প।
WATCH: Donald Trump leaves the White House for his golf club shortly before #Election2020 was called for Democrat Joe Biden. pic.twitter.com/VjZMIocxBZ
— DW News (@dwnews) November 7, 2020
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply