Site icon Jamuna Television

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫ কোটি

বিশ্বে আবারও ঊর্ধ্বমুখী করোনার প্রকোপ

আবারও উর্ধ্বমুখী করোনার প্রকোপ। গেলো ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজারের কাছাকাছি মৃত্যু দেখেছে বিশ্ব।

গেলো কয়েকদিনের মতোই দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ১ হাজারের ওপর মানুষের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু।

এদিকে ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৫৫৭ জনের। নতুন আক্রান্ত পাওয়া গেছে ৪৬ হাজারের বেশি। দৈনিক প্রাণহানিতে এরপরের অবস্থানে মেক্সিকো। ৫৫১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

শনিবার যুক্তরাজ্য, ইতালি ও ইরানে ৪ শতাধিক মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। করোনায় বিশ্বজুড়ে মোট সংক্রমণ ছাড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ। মোট প্রাণহানি ১২ লাখ ৫৫ হাজারের বেশি।

Exit mobile version