Site icon Jamuna Television

যার কাছ থেকে জয়ের খবর পান বাইডেন

যার কাছ থেকে জয়ের খবর পান বাইডেন

নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট স্থানীয় সময় গতকাল শনিবার বেশির ভাগ সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। খবর- সিএনএন।

বাইডেনের ডেমোক্র্যাট প্রচার শিবিরের একটি সূত্র বলেছে, নাতনি নাওমিই বাইডেনকে সুখবরটা প্রথম জানিয়েছিলেন। নাওমি জো বাইডেনকে জানিয়েছিলেন, নির্বাচনে তিনি জিতে গেছেন। পরে বাইডেনের সাথে একটি ছবি টুইটারে পোস্ট করেন নাওমি। সেখানে নাতি-নাতনিদের দলের মধ্যমণি বাইডেনকে দেখা যায়।

আরেক টুইটে নাওমি বাইডেনের উল্লসিত নাতি–নাতনিদের ছবি পোস্ট করে বলেছেন, যারা জো বাইডেনের কাছে পৌঁছাতে চান, তাদের প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা দেখতে ভয়ংকর নাও হতে পারি। কিন্তু মনে রাখবেন, আমাদের নানা জো বাইডেন।

প্রসঙ্গত, টানা চারদিনের অপেক্ষা শেষে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। এখন পর্যন্ত ২৭৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। পেনসিলভানিয়ার ২০টি ইলেক্টোরাল জিতে ২৭০টির কোটা পূরণ করেন ডেমোক্র্যাট নেতা। এই জয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

Exit mobile version