Site icon Jamuna Television

গাজীপুরে চলন্ত বাসে নারী হকারকে ধর্ষণ: চালক গ্রেফতার

গাজীপুরে চলন্ত বাসে এক নারী হকার ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় তাকওয়া পরিবহনের চালক মো.সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ী এলাকা থেকে জয়দেবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তবে গাড়ির হেলপার মো. শরীফ আহমেদ চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, শনিবার রাতে জেলার কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে তাকওয়া পরিবহনের গাড়িতে উঠেন ওই নারী হকার। পরে চলন্ত বাস কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে যেতেই ওই হকার নারীকে অনৈতিক প্রস্তাব দেয় চালক ও হেলপার।

পরে ওই নারী তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গাড়ি থেকে থামিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে চালক ও হেলপার। এক পর্যায় হেলপার শরীফ আহমেদ তাকে একাধিকবার ধর্ষণ করে।

পরে সড়কে টহলরত পুলিশ ওই নারীর চিকিৎকারে এগিয়ে আসতে গেলেই পুলিশের সিগনাল ভেঙ্গে বাস নিয়ে পালাতে চায় চালক ও হেলপার। এসময় প্রায় ২০ কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় জয়দেবপুর থানা পুলিশের হাতে ধরা পড়ে চালক মো. সাদ্দাম হোসেন।

Exit mobile version