Site icon Jamuna Television

চাঁদপুরে শিশু হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরে শিশু মাহিব হত্যা মামলার দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

রোববার বিকেলে বিচারক এস এম জিয়াউর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামাল হোসেন ও সজিব আলম। জামাল মতলব দক্ষিণ উপজেলার ঘোনা এলাকার প্রধানীয়া বাড়ির মুকবুল হোসের ছেলে এবং সজিব একই এলাকার সহিদ উল্ল্যাহর ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ২০১৮ সালের ৩ই ডিসেম্বর দুপুরে মাহিব ঘোনা স্কুল মাঠে খেলতে যায়। সন্ধ্যার পরেও সে আর বাসায় ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত মাহিবকে আর পাওয়া যায়নি।

এ ঘটনায় মাহিবের চাচা জামাল হোসেন ৪ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু কোথাও তার হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় যুবক সজিব হোসেনকে আটক করে পুলিশ। সজিবের দেয়া তথ্য মতে ঘটনার সাতদিন পর ১০ ডিসেম্বর বাড়ির পাশের একটি সেফটি ট্যাংকি থেকে মাহিবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় সজিবের স্বীকারোক্তিমূলক জবাবন্দিতে চাচা জামাল হোসেনের সম্পৃক্ত থাকার বিষয়টি বেরিয়ে আসে। এরপর দীর্ঘ শুনানি এবং ২৫ জন সাক্ষীর স্বাক্ষ্য শেষে রোববার বিকেলে বিচারক দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

Exit mobile version