Site icon Jamuna Television

‘নেপালকে রুখতে পারলেই ফিফা র‍্যাঙ্কিয়ে উন্নতি হবে বাংলাদেশের’

করোনার ধকল সামলে নেপালের বিপক্ষে  প্রীতি ম্যাচ দিয়েই  মাঠে ফিরছে বাংলাদেশের ফুটবল। এই প্রীতি ম্যাচে জয় পেলেই ফিফা  র‍্যাঙ্কিংয়ে  কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এসব কথা মাথায় রেখেই বাংলাদেশের ফুটবলারদের জান বাজি রেখে মাঠে নামতে হবে। খেলতে হবে দৃষ্টি নন্দন ফুটবল, এমটাই জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন।

রোববার বাফুফে ভবনে নেপাল ও বাংলাদেশের ম্যাচ সামনে রেখে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব বলেন তিনি। তিনি জানান, ১৭ ধাপ এগিয়ে থাকা নেপালকে আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচে হারাতে পারলেই ফিফা র‍্যাঙ্কিংয়ে অন্তত ৫ ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭০ নম্বরে। দুর্বল শক্তির নেপালকে দুই ম্যাচে হারাতে পারলে নিয়মের কারণে এই পয়েন্ট পাবে বাংলাদেশ।

এই ম্যাচ দুটিতে ৮ হাজার দর্শকদের জন্য ৩ ক্যাটাগরিতে টিকেট ছাড়তে যাচ্ছে বাফুফে। খোলা থাকবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৬ গেট। আর ম্যাচ দুটির আগে দুই দফায় করোনা পরীক্ষা করানো হবে দুই দলের ফুটবলারদের।

Exit mobile version