Site icon Jamuna Television

মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত, ফল জানা যাবে সোমবার

মিয়ানমারে অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটাভুটি। সোমবার নাগাদ জানা যাবে ফলাফল।

দেশটির গণতান্ত্রিক সরকারের জন্য এ নির্বাচন বড় চ্যালেঞ্জ। কারণ, ২০১৫ সালে জান্তার কাছ থেকে ক্ষমতা নেয়ার এটাই তাদের প্রথম ভোটযুদ্ধ। এবারের নির্বাচনে ৯৩টি দল অংশ নিলেও, অং সান সু চি’র দল- এনএলডি এবং প্রধান বিরোধী- ইউএসডিপি সবচেয়ে জনপ্রিয়।

নির্বাচনে ৩ কোটি ৭০ লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু রাখাইন-শান-কাচিন-মন ও বাগো এলাকায় বাতিল করা হয়েছে ভোটগ্রহণ। তাতে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ১৫ লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু রোহিঙ্গারা।

Exit mobile version