Site icon Jamuna Television

করোনা পরবর্তী সময়ে বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক বাছাই কার্যক্রমের অংশ হিসেবে করোনা মহামারির পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির। রোববার এ একাডেমির কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়া কমিটির অন্যতম সদস্য, মতিঝিলের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হাফিজুল ইসলাম স্যার, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমরেশ, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির সভাপতি, মল্লিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক তুহিন রাজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জুনায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রিফাতসহ একাডেমির প্রধান কোচ অরিন্দম পাল লিটন, ম্যানেজার, কর্মকর্তাসহ খেলোয়াড়বৃন্দ।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে এক যুগ ধরে এই একাডেমি ক্রিকেটার তৈরিতে বাংলাদেশ ক্রিকেটে ভুমিকা রেখে আসছে।

একাডেমির সাধারণ সম্পাদক নাহিদ আলম বলেন, আমরা এখানে খেলোয়াড় দের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে খেলার সুযোগ দেয়া সহ আগামীতে জাতীয় দলে সুযোগ লাভের মতো যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে আমরা ক্রিকেটারদের প্রস্তুত করে থাকি।

উল্লেখ্য, ঢাকার মতিঝিলের বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি ইতোমধ্যে দেশের বিভিন্ন ক্রিকেটে টুর্নামেন্ট ও লিগে অংশ নিয়েছে। এছাড়াও গতবছর ভারতে অনুষ্ঠিত ৮ জাতি শচীন টেন্ডুলকার ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

Exit mobile version