Site icon Jamuna Television

চাকরি স্থায়ীকরণের দাবিতে ইফা কর্মচারী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

বেতন ভাতা চালু ও চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে ইসলামি ফাউন্ডেশনে (ইফা) কর্মরত দৈনিক ভিত্তিক কর্মচারী কল্যাণ সমিতি।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান সংগঠনের নেতারা। তারা জানান, ৭২ ঘণ্টা কর্মদিবসের মধ্যে দাবি আদায় না হলে ১৫ নভেম্বর ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান ইফায় একটি মহল দৈনিক কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করে দিয়ে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না করে দৈনিক ভিত্তিক কর্মচারীদের আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োগ দিয়ে শূন্য পদগুলো নিয়ে নিয়োগ বাণিজ্যের পায়তারা চলছে বলেও অভিযোগ করা হয় এই সংবাদ সম্মেলনে।

Exit mobile version