Site icon Jamuna Television

কোহলির বদলে জায়গা পেলেন রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষেই দেশে ফিরে যাবেন বিরাট কোহলি। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। এমন খবরই প্রকাশ পেয়েছে ভারতের গণমাধ্যমগুলোতে। তারা বলছেন, পিতৃত্বকালীন ছুটি কাটাতেই প্রথম টেস্টের পরই দেশে ফিরবেন ভারতের অধিনায়ক।

এদিকে, বিরাটের জায়গায় দলে ডাকা হয়েছে রোহিত শর্মাকে। চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের কোনো ফরম্যাটেই নাম ছিলো না রোহিতের।

তবে গুঞ্জন ছিল, ফিট হয়ে দলে ফিরতে হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিজিও’র সামনে ফিটনেস টেস্ট দিতে হবে তাকে। কিন্তু স্ত্রী সন্তানের পাশে থাকতে প্রথম টেস্ট শেষে বিরাটের ফিরে আসার সিদ্ধান্তে কোনো পরীক্ষা ছাড়াই দলে জায়গা পেয়েছেন রোহিত। তিনি এখন ইনজুরি মুক্ত বলে জানা গেছে।

Exit mobile version