
Coronavirus on scientific background
করোনা মহামারির থার্ড ওয়েভে পা রেখেছে ভারতের রাজধানী দিল্লি। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যায়ে শহরটিতে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা প্রথম দুই পর্যায়ে সর্বোচ্চ সংক্রমণের প্রায় দ্বিগুণ।
সেপ্টেম্বরজুড়ে দৈনিক লাখের কাছাকাছি সংক্রমণ দেখেছে ভারত। কমতে কমতে সে সংখ্যা অর্ধলাখের নিচে নেমে এলেও ঊর্ধ্বমুখী হচ্ছে অঞ্চলভিত্তিক সংক্রমণ। চলতি সপ্তাহে ১০ মাসে সর্বোচ্চসংখ্যক রোগীর দেহে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে রাজধানী দিল্লিতে।
ভারতের চিকিৎসক ডা. মনোজ কুমার বলেন, “মাসের পর মাস মহামারির স্বাস্থ্যবিধি নিয়ে মানুষ এখন ক্লান্ত। তাই মাস্ক পরাসহ প্রায় কোনো বিধিনিষেধই আর মানতে চাইছে না। ফলে আপাতত সংক্রমণ কমের দিকে থাকলেও তা বেড়ে আগের পর্যায়ে পৌঁছুতে খুব বেশি সময় নেবে না।”



Leave a reply