Site icon Jamuna Television

দুর্নীতির দায়ে ডাক বিভাগের মহাপরিচালক ভদ্রকে ছুটিতে পাঠালো সরকার

দুর্নীতির দায়ে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে (এসএস ভদ্র) বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার। তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করে যমুনা টেলিভিশন।

তার বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন প্রকল্পে উদ্যোক্তাদের সাড়ে ৮ হাজার ল্যাপটপ সরবরাহ না করা, আউটসোর্সিংয়ে নিয়জিত কর্মীর চেয়ে অতিরিক্ত বিল উত্তোলন, ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ রয়েছে।

অভিযোগ আছে ভারতে তার শত কোটি টাকা পাচার করার, এমনকি বাড়িও আছে সেখানে। এছাড়া নিজের নামে সম্পদ না রেখে আত্মীয়-স্বজনদের নামে সম্পদ করেছেন তিনি।

এর আগে, প্রকল্পে কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস এস ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

Exit mobile version